আক্তারুজ্জামানঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকি।
অত্র কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি লতিফুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধনের পর বিভিন্ন খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কলেজে এ ধরনের সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় সাহিত্য, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply
You must be logged in to post a comment.