আব্দুল কাদির, শিবগঞ্জ প্রতিনিধিঃ
ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফ কর্তৃক আয়োজিত এসএসবিসি প্রকল্পের আওতায় বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ইমাম পুরোহিত ধর্মীয়নেতৃবৃন্দের সাথে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
গত ১৮ হতে ২০ নভেম্বর তিন দিনের প্রশিক্ষণ পরিকল্পনা কর্মশালাটি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দেবত্তর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তফা এর সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী উত্তম জেড মণ্ডলের এর সঞ্চালনায় প্রশিক্ষণ পরিকল্পনা কর্মশালায় বক্তব্য রাখেন- শিবগঞ্জ থানর সাব-ইন্সপেক্টর (এসআই)ডিকে তনয় কুমার, শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক সমীর চন্দ্র সরকার ও ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাম রাব্বানী। ও কমিউনিটি ফ্যাসিলিটিটর আব্দুল কাদিরসহ প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলার ৪টি ইউনিয়নের বিশজন ইমাম, পুরোহিত উপস্থিত ছিলেন। উক্ত সভায় বাল্যবিবাহ নিরসনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা গুলো হলো সামাজিক সচেতনতা, ধর্মীয় উপাসনালয়গুলোতে বাল্য বিয়ের কুফল নিয়ে আলোচনা, চায়ের স্টলে আলোচনা, উঠান বৈঠকে মাধ্যমে, ঝুঁকিপূর্ণ শিশুদের বাড়ি গিয়ে বাল্যবিয়ের কুফল বুঝানো গ্রুপ ভিত্তিক আলোচনা করে কি ভাবে বাল্যবিয়ে বন্ধ করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। শেষে বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.