“পিয়র ওয়ান-প্রকৃতির স্বাদ, এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এম এ অয়েল মিলস্ ও এম এ এগ্রো ফুড প্রোডাক্টস’র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহির মোড়ে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আখতারুল ইসলাম সনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক নজিবুর রহমান, ডা. ফরহাদ আহমেদ সুইট, ব্যবসায়ী নজরুল ইসলাম, সাগর অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল্লাহ্ আল মাসুদ সাগর, শিমুল অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিমুল। সঞ্চালনা করেন ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালের পরিচালক মাইনুল ইসলাম ডলার।
জানা গেছে, আধুনিক প্রযুক্তি সংলিত মেশিনের মাধ্যমে বীজ পরিষ্কার, বীজ চূর্ণ, তেল পরিস্রাবণ, প্যাকেজিং এর ব্যবস্থাসহ পণ্যের মান নিশ্চিত করতে অত্যন্ত উন্নত মানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply