চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলায় ৩৫ লাখ ৭০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। ৫০টি স্টলে ১০ দিনে খাদ্যপণ্যের পাশাপাশি বিভিন্ন সামগ্রী বিক্রি করে উদ্যোক্তারা। আজ শুক্রবার বিসিক উদ্যোক্তা মেলার শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যস্থাপক আবু হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের নিয়ে ১০দিন ব্যাপী মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক। এতে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রির পাশাপাশি মানুষের মাঝে পরিচিত করতে পারে। এছাড়া নতুন উদ্যোক্তারা চাকরির পিছে না ছুটে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় ছিল এ মেলার আসল কারণ।
চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যস্থাপক আবু হোসেন বলেন, ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলায় ৩৫ লাখ ৭০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। এরমধ্যে অনলাইনে ও অফআইনে উদ্যোক্তারা অগ্রীম অর্ডার পেয়েছেন ৮ লাখ ২০ হাজার টাকার। উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর মেলায় আমরা উদ্যোক্তা, ক্রেতা ও উদ্যোক্তা হতে আগ্রহীদের কাছ থেকে ভাল সারা পেয়েছি। বলেন, গত ১৯ ফেব্রুয়ারি থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মেলার আয়োজন করেন।
বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু হোসেনের সভাপতিত্বে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনীতে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, বিসিক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক বিপনন বিভাগ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম।
এসময় উদ্যোক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিসিক উদ্যোক্তা মেলায় প্রথম স্থান অধিকার করেছে বরেন্দ্র কৃষি উদ্যোগ ও দ্বিতীয় স্থান অধিকার করেছে ফজলি-৭।
এ মেলায় পাটজাত, চামড়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্রাফটস্, মৃৎশিল্প, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্যের সমাহার ঘটে। আজ শুক্রবার রাতে মেলা সমাপ্ত হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply