চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রেল অবরোধ, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন ঢাকায় বসবাসকারীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
অবরোধ মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডঃ দেলোওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, বিএনপি নেতা শামশুল হক গানু, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য আটকে পড়ে। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলে ট্রেনটি ছেড়ে দেয়া হয়।
পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
মানববন্ধনে রেল অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছসেবী সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গগত উল্লেখ্য, গত বুধবার ৮ দফা দাবি নিয়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply