“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজনে ৪৫ তম বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় এই আয়োজন করা হয়। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোসাঃ নুরনাহার, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ অন্যরা।
Leave a Reply