বৃহস্পতিবার (৩০ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চত্বরে চারটি চার্জার ভ্যান বিতরণ করে জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, সদস্য সাবিহা শবনম কেয়া, সদস্য কবির খান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ অন্যান্যরা।
সূত্রে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ২০২২/২৩ অর্থবছরে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য (গোমস্তাপুর) সাবিহা শবনম কেয়া’র গৃহীত প্রকল্পে চারজন বেকার যুবককে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চার লক্ষ টাকা ব্যয়ে ৪টি অটো চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।
Leave a Reply