রবিবার (০৯ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে “মাসিক কল্যান সভা” ও মাসিক অপরাধ সভায়” জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে সাজ্জাদ হোসেন’কে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম)।
উক্ত জেলা পুলিশের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ওসি সাজ্জাদ হোসেন গত বছরের ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে। তার আগে তিনি রাজশাহী জেলার বাঘা থানায় থাকাকালীন গত দুই বছরে রাজশাহী রেঞ্জের ২ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা এবং ৯ বার রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেয়েছিলেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানায় যোগদানের পর ৪ বার জেলা শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পান। পরে শিবগঞ্জ থানায় যোগদানের পর ১ বার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি এবং ৪ বার চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন (ওসি) সাজ্জাদ হোসেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা। জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা সহকর্মীদের অবদান। শিবগঞ্জ থানা পুলিশের পুরো টিমের অর্জন। শিবগঞ্জ উপজেলা ও জেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি।
Leave a Reply