ব্যবসায়িদের নিয়ে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির অনিয়ম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর কর্যালয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারী, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য ও নায়েবে আমির আলহাজ্ব লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক আবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়িক তরিকুল আলম, অধ্যাপক আমিনুল ইসলাম, রায়হানুল হক লুনা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুর রহমান সহ চেম্বারের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তরা জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে ব্যবসা। কিন্তু চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহিদ ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্পর্কে কোন ব্যবসায়িকদের নিয়ে মতবিনিময় করেন না।
চেম্বারে সভাপতি নিজস্ব অর্থায়নে শতাধিক সাধারণ সদস্য তৈরি করেছেন। এছাড়াও চেম্বারের যে নির্বাচন ঘোষণা করা হয়েছে তা কাল্পনিক। উক্ত নির্বাচন ও চেম্বারের সভাপতি পদ বাতিল করে প্রশাসকের নিয়ন্ত্রণে এনে চেম্বারের সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এসব কথা বলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply