চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন মল্লিকপুর বাজারে জোড়া খুন মামলার প্রধান আসামি শাহিন রেজা (২২) ও সামাদ আলীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১০ জানুয়ারী ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে জোড়া খুন মামলার প্রধান আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
আজ রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সে জানান, নাচোলে গত ১৭ ডিসেম্বর রাতে জোড়া খুনের ঘটনা ঘটে। পরে ৬ জানুয়ারী নাচোল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার রেজাউল করিমের সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহিন আকন্দের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল হাসান সহ ডিবির সম্মিলিত একটি টিমের সহায়তায় গত ০৮ হতে ১০ জানুয়ারী দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে ১নং আসামি নাচোল উপজেলার বাহির মল্লিকপুর গ্রামের তোফজুল হকের ছেলে শাহিন রেজা (২২) কে গ্রেফতার করা হয়। একই দিন ৭নং আসামি বাহির মল্লিকপুর গ্রামের আতাউর রহমানের ছেলে সামদ (৩০) কে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিবির জিজ্ঞাসাবাদে ১ং আসামি শাহিন রেজার দেখানো তথ্যমতে ঘটনাস্থলের পাশে ময়লার স্তুপ থেকে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। ১নং আসামী শাহিন রেজা নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জোড়া খুন হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply