আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, অত্র প্রতিষ্ঠানের ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার চককির্তী ইউনিয়নের চককির্তী গার্লস একাডেমি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিসেফ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের সহোযোগিতায় বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান আনোয়ার হাসান (আনু মিয়া)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, চককীর্তি স্কুল এন্ড কলেজ। ও নূরুল ইসলাম আজাদ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, চককির্তী ইউনিয়।
উপস্থাপনায় ছিলেন আব্দুল কাদির সিএফ, এসএসবিসি প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, চককির্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সদস্যগণ, অভিভাবক, ছাত্রী, হুজুর ও এনজিও কর্মীসহ আরও প্রমুখ।
আলোচনায় সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, যেহেতু ইতিমধ্যে শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে সুতরাং সকল অভিভাবককে সচেতন হতে হবে যাতেকরে একটি শিশুও যেন বাল্যবিবাহতে শিকার না হয়। চককির্তী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হাসান বলেন, ইতোমধ্যে চককির্তী ইউনিয়নকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে তিনি সবাইকে বাল্য বিয়ে না দেওয়ার ও সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। বাল্য বিয়ে ও শিশু প্রতি সহিংসতার নানা দিক তুলেধরে আর প্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি তাই আমাদের সকলকে সচেতন হতে হবে।
Leave a Reply