নারী উদ্যোক্তাদের নিয়ে মালদহ চেম্বার -চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে ভারত বাংলাদেশ মৈত্রী মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর ব্যবস্থাপনায়, মালদহ চেম্বার ও চাঁপাই নবাবগঞ্জ চেম্বারের যৌথ আয়োজনে মালদহ কলেজ মাঠে ৪ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা উদ্বোধন করা হয়েছে। যা চলবে ১২ই মার্চ পর্যন্ত।
উক্ত মেলার উদ্বোধন করেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পীজুষ সাংলে ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্ন্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ।
এসময় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট এন্ড চেম্বার অফ কমার্স এর সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, যুগ্ন-সম্পাদক উজ্জ্বল সরকার, পরিচালক আব্দুল আওয়াল, পরিচালক আব্দুল বারেক, সাবেক পরিচালক শহিদুল ইসলাম শহিদ, সাবেক পরিচালক বাহারাম আলী, সাবেক পরিচালক আলহাজ্ব রেজাউল করিম, সাবেক পরিচালক উজায়ের হোসেন তপন প্রমুখ।
রাজশাহী জেলা থেকে মেলায় অংশগ্রহণ করেন উদ্যোক্তা আঞ্জুমান আরা পারভীন, উম্মেহাজ সিদ্দিকা, সারিকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জ থেকে লুৎফুন নেসা পপি, খালেদা, শরীফা খাতুন, মোস্তারি বেগম, ইসরাত জাহান, পারভিন বেগম, ফাতেমা জিনিয়া।
ঢাকা থেকে শাহিনুর বেগম, সোহাইবি রুমি, দিল নাজ খানম, তসলিমা বেগম, শিবগঞ্জের শামসুন্নাহার এবং মালদহ জেলা অন্যান্য নারী উদ্যোক্তাগন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply