চাঁপাইনবাবগঞ্জ জেলাকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর শাহাদাত বরণ করেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রেহাইচরে সড়ক ভবনের সামনে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদত স্থলের স্মৃতিস্তম্ভে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার তাছমিনা খাতুন সহ জেলার বীর মুক্তিযোদ্ধারা।
পরে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply