1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাত রাস্তার মোড় ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল ট্রেন অবরোধ ও মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা নাচোলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষক- কর্মচারীদের মানববন্ধন  নাচোলে ২৯ বছর পর মামলার রায় পেয়ে উচ্ছেদ অভিযান কার্যকর চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ সিমান্ত এলাকায় শতাধিক ককটেল- পেট্রোল বোমা উদ্ধার

বিশেষজ্ঞ ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী’র হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসক সমাজ।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ডাক্তার সমাজের অভিভাবক ডা. ময়েজ উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, ডা. মহিউদ্দীন আহমদ, ডা. ইসমাইল হোসেন, ডা. ইসরাফিল, ডা. রেজাউল করিম, ডা. নাসির উদ্দীন, ডা. মাহফুজ রায়হান, ডা. আব্দুস সামাদ, ডা. আল মামুন, ডা. মোসফিকুর রহমান, ডা. নূর বক্স পারভেজ সহ জেলার বিভিন্ন স্থরের চিকিৎসকবৃন্দ। উপস্থিত ছিলেন সাধারন শিক্ষার্থীবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ, সেবা, বিজয় ও সরকারি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জেলা ফারিয়া ও ফার্মেসী মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, গত প্রহসনের নির্বাচনের পূর্বে সারাদেশে আতঙ্ক সৃষ্টির জন্য ফ্যাসিবাদি সরকার গুপ্তহত্যার ন্যাক্কারজনক পথ বেছে নেন। তারই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ কে গত বছরের ২৯ শে অক্টোবর রাজশাহীতে গভীর রাতে হত্যা করা হয়।। পরবর্তীতে প্রশাসন হত্যাকারীদের গ্রেফতার না করে বিভিন্ন তালবাহানা শুরু করে। হত্যাকান্ডের টনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিবারের উপর বিভিন্ন চাপ সৃষ্টি করে এবং মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটন ও দ্রুত খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ মানববন্ধনে সঞ্চালনা করে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2023 Vorer Chapai

Theme Customized By BreakingNews