বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ আম উদ্যোক্তা রফিকুলের আম বাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য। আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট। তাই আমরা আম বিদেশে রপ্তানি করতে চাই। আমরা সে লক্ষেই কাজ করছি। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমবাগান পরিদর্শনের আয়োজন করেছি। তারা নিজের চোখে দেখে সুপারিশ করবে এতে আম রপ্তানি বাড়বে। চাঙ্গা হবে দেশের অর্থনীতি।
তার আগে সকালে মাননীয় মন্ত্রী আমবাগানে এসে পৌঁছলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. পলাশ সরকার সহ কৃষি দপ্তরের কর্মকর্তাগণ অতিথিদের বরণ করেন।
এরপর চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে বিভিন্ন প্রজাতির নিরাপদ আম উদ্যোক্তা রফিকুলের আম বাগানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা আমবাগান পরিদর্শন করেন।
Leave a Reply