চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন উত্তর মুল্লিকপুর গ্রামের ফাকু মন্ডলের ছেলে জাহির উদ্দিন (৫৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানায় সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার বাহির মল্লিকপুর গ্রামে পাশের বিলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের কাছে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরিরে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাতে বিলের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তি ফতেপুর ইউনিয়নের উত্তর মুল্লিকপুর গ্রামের ফাকু মন্ডলের ছেলে জাহির উদ্দিন (৫৫) বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা জানায়।
Leave a Reply