চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগের ভেতরে চারটি ওয়ান শুটারগান উদ্ধার করে করেছে র্যাব-৫।
সোমবার (২২ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চন্দনা ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে চারটি ওয়ান শুটারগান উদ্ধার করে।
র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাস্তার পাশে একটি ১টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভেতর অবৈধ অস্ত্র পরিত্যক্ত অবস্থায় আছে। পরবর্তীতে র্যাব ঘটনাস্থলে পৌছে শপিংব্যাগের ভিতরে থাকা ৪ টি ওয়ান শুটারগান উদ্ধার করে।
উক্ত অবৈধ ওয়ান শুটারগান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করা হযে়ছে বলে জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply