চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ১৪৮তম শাখার শুভ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নাচোল পৌরসভা সংলগ্ন জামান টাওয়ারের ৩য় তলায় বর্ণাঢ্য আয়োজনে ব্যাংটির শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান জিডি (পি), পিএসসি (অবসরপ্রাপ্ত) গ্রুপ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের প্রফেসর অধ্যক্ষ শরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য আব্দুল্লাহিল বাকি, অবসরপ্রাপ্ত ব্রীগেডিয়ার জেনারেল নূরুজ্জামান ও ব্যাংকটির রিক্সা বিনিয়োগ প্রকল্পের ঋণ গ্রহিতা মোকবুল হোসেন।
উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে আল নূর শিশু সদন ও নাচোল কল্যান ফাউন্ডেশনের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এসময় নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, ব্যাকংটির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply