মনিরুল ইসলাম নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক মাঠ দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
“বিনা উদ্ভাবিত মসুরের উন্নত জাত বিনামসুর-৮ এর সাথে বারি মসুর-৮ এর প্রায়োগিক মাঠ পরীক্ষণ মূল্যয়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহযোগীতায় এবং “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নেজামপুর ইউনিয়নের ফুলকুড়ি নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ বিনা, উপকেন্দ্রের এসও শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরীর সঞ্চালনায়, কৃষক মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা’র গবেষণা, কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প বিনা’র, পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, ময়মনসিংহ বিনা’র গবেষণা, কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প বিনা’র পিএসও এবং উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ড. আজাদুল হক, নাচোল উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম।
মাঠ দিবসের আলোচনা সভায়, স্থানীয় কৃষাণ ও কৃষাণিরা অংশগ্রহণ করেন।
নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের চাষী শামীম আক্তার, কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় ১০বিঘা জমিতে, বিনামসুর-১০ চাষাবাদ করেছেন। তিনি বলেন বিঘাপ্রতি ৭থেকে সাড়ে ৭মণ হতে পারে। আমনুরা বাজারের চাষী নজরুল ইসলাম, সাড়ে ৩বিঘা জমিতে বিনামসুর-৮ ও বারি মসুর-৮, বপন করেছেন। তিনি বলেন বিঘা প্রতি অনুমানিক ৮মণ করে হতে পারে।
Leave a Reply