মনিরুল ইসলাম নাচোলঃ
দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর, এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিপনী বিতান ও ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে নাচোলের নিউমার্কেট, আধুনিক মার্কেট, মর্ডান মার্কেট, নেজামপুর বাজারে আধুনিক মার্কেটসহ ফুটপাতে বিপণি বিতানগুলোতে চলছে ঈদের কেনাকাটা। প্রসাধনীর দোকানগুলোতে সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা।
রমজানের প্রথম দিক থেকেই বাজার গুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। সেই সঙ্গে কেনাকাটায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর ক্রেতাদের সমাগম বাড়তে থাকায় দোকানীরাও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ক্রেতাদের চাহিদা জিন্স জাতীয় প্যান্ট, গ্যাবার্ডিন, টি-সার্ট, সর্ট-সার্ট, পাঞ্জাবী ও থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি, বোরখা, জুতা স্যান্ডেল সহ বিভিন্ন বাহারী রংয়ের পোশাক।
নাচোল আধুনিক মার্কেটর দর্জি সাদিকুল বলেন এবছর সেলাইয়ের অনেক চাপ, কয়েকদিন আগে থেকেই অর্ডার নেওয়া বন্ধ করেছি। তবে সব মিলিয়ে আমি অনেক খুশি। লোকাল মার্কেটর আব্বাস আলী বলেন বেচাকেনা যা হচ্ছে এতেই আলহামদুলিল্লাহ।
নেজামপুর আধুনিক মার্কেটর বস্ত্র বিক্রেতা কামাল বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও বেচাবিক্রি অনেক ভালো। এ দিকে পোশাক ক্রয়কারী মোঃ দানেস আলী বলেন অন্যবছরের তুলনায় এবার সবকিছুর দাম উর্দ্ধমুখী। পোষাক ক্রয় করতে আশা মারুফা বেগম বলেন, পোষাকের বাজার স্বাভাবিক রয়েছে।
আরেক ক্রেতা এনামুল হক বাবু বলেন, পোষাকের বাজার মূল্য স্বাভাবিক রয়েছে। তবে সব মিলিয়ে পরিবারের স্ত্রী, ছেলে, মেয়েদের নিয়ে, ঈদের আনন্দ উপভোগ করতে, কেনাকাটা করতেই হচ্ছে।
Leave a Reply