1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

নাচোলে পহেলা বৈশাখ উদযাপিত

  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মনিরুল ইসলাম নাচোলঃ

“সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে, ১লা বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টার দিকে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।

পরে পহেলা বৈশাখের আলোচনা সভা, পন্তা খাওনো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসো হে বৈশাখ এসো, এসো, এর মধ্যে দিয়ে দিনব্যাপী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।

এ সময় কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমবায় অফিসার আব্দুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম, আব্দুন নূর, এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, নতুন বছরের প্রথম দিন, ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মিলে নাচ-গান শোভাযাত্রা, আনন্দ-উৎসব, হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি জাতি। নতুন বছরে যাত্রাপালা, পুতুলনাচ, লোকসংগীত, গ্রামীণ খেলাধুলা ও মেলা সহ নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির নতুন বার্তা।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2023 Vorer Chapai

Theme Customized By BreakingNews