ইব্রাহীম বাবু নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়তাবাদি দল(বিএনপি)’র উপজেলা ও পৌর শাখা ও অঙ্গসংগঠনের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষ পূর্তি পালিত হয়েছে।
আজ ৫ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টায় নাচোল সরকারি ডিগ্রী কলেজ চত্বরে সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের নেতৃত্বে, বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হকের নেতৃত্বে নাচোল হাট চাতালে, বিকেল ৪টায় বিএনপির সহসভাপতি ও নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলামের নেতৃত্বে মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ও বিকেল সাড়ে ৪টায় দলের সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহনে পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ র্যলি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন।
আলোচনা শেষে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিন বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলীর নেতৃত্বে নাচোল জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে আলোচনাসভা শেষে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
Leave a Reply