1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন 

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়-বেলেপুকুর প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (০৪ আগষ্ট) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাকের কার্যালয় চত্ত্বরে এলাকাবাসী আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন বেলেপুকুরসহ ৩নং ওয়ার্ডের কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷
স্থানীয়রা বক্তব্যে বলেন, এ অঞ্চলে বেলেপুকুর সহ আশে পাশের কয়েক হাজার মানুষের বসবাস করেন। প্রাচীন আমল থেকেই শাহনেয়ামতুল্লাহ কলেজের মধ্য দিয়ে বিশ্বরোড মোড় যাওয়ার একটি পাত্র রাস্তা ছিলো। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহনেয়ামতুল্লাহ কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম আনোয়ারুল ইসলাম ও সাবেক এমপি আব্দুল ওদুদের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীন নির্মাণ করেন। সে সময় এলাকাবাসীর আবেদন ছিল কলেজের মধ্যে দিয়ে মানুষের চলাচলের সুযোগ-সুবিধা দেওয়ার। কলেজ কর্তৃপক্ষ আশ্বাসও দিয়েছিলেন। তবে আশ্বাস চার দেয়ালের মাঝেই থেকে গেছে।
তারা উল্লেখ্য করেন, বিগত ১ যুগ ধরে এ অঞ্চলের মানুষজন একটি করিডোরে বাসবাস করছেন। স্থানীয় সার্বিক বিবেচনায় বেলেপুকুর, শিয়ালা, গনকাসহ এ অঞ্চলের জনগোষ্ঠীর বিকল্প রাস্তার প্রয়োজনীয়তা দেখা দিলে। সরকারিভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বেলেপুকুর টু বিশ্বরোড পর্যন্ত ৩০ ফিটের প্রস্তাবিত এই রাস্তাটির মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেন।
বলেন, এখন শেষ মুহূর্তে অধিগ্রহণ শাখা সংযোগ সড়কের দুই দিকের জমি অধিগ্রহণ প্রক্রিয়া করছে। এমতাবস্থায় কলেজ সীমানার প্রান্ত ঘেঁষে রাস্তাটি যখন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে এসময় শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন।
এ অঞ্চলের মানুষের একটাই দাবি বিশ্বরোড মোড় টু বেলেপুকুর রাস্তাটির। দাবি আদায় না হলে পরবর্তীতে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা শামসুল হক (গানু), জেলা যুব দলের সদস্য সৈকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বেলেপুকুর সহ এ অঞ্চলের স্থানীয় বাসিন্দা।
প্রসঙ্গগত উল্লেখ্য, গত ০৩ আগষ্ট শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ভুল বুঝিয়ে কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করেন।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews