চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে কর্মী-সমর্থকদের প্রাণ নাশের হুমকী। নিরাপত্তা নিশ্চিত না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন।
বুধবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের নোঙর প্রতীকের প্রার্থী আব্দুল মতিনের বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত এসব কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেছেন, গত ৩০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের পর থেকে তার কর্মী সমর্থকদের উপর ও (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের প্রার্থীর বাড়ির আশপাশের ককটেল হামলা চালায়। এরপর গত ১৮ ডিসেম্বর প্রচার- প্রচারণা শুরু পর থেকে তার কর্মী-সমর্থকদের উপর সরাসরি হুমকী প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যম নোঙর প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা ও হুমকী প্রদান শুরু হয়। তার প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী যানবাহন ও কর্মী-সমর্থদের বাঁধা প্রদান, হামলা ও প্রাণ নাশের হুমকী দেয়া শুরু করে।
তিনি আরও বলেন নির্বাচনী পোলিং এজেন্ট, নারী প্রচার কর্মীদের হুমকী ও ভোট গ্রহণ অবাধ সুষ্ঠু নিরোপেক্ষ এবং লেভেল প্লেয়িং না হওয়ার শংকা দেখা দিয়ছেন। এ সকল বিষয়ে নির্বাচন কমিশন। নির্বাচন অনুসন্ধান কমিটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ হয়নি বলে এসব কথা জানান তিনি।
Leave a Reply