দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে চাঁপাই নবাবগঞ্জ সদর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বিশাল নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস।
উক্ত নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য সংসদীয় মহিলা সংরক্ষিত আসনের এমপি ফেরদৌস ইসলাম জেসি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply