রোববার (০৭ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস, (নৌকা) ৯১,৬০৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন (নোঙর) ৮৫৪৩, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খাঁন (টেলিভিশন) ৮৪১ ভোট, ন্যাশনাল পিউপিলস পার্টির মনোনীত প্রার্থী নাহিদ আহমেদ (আম) ১০৪০ ভোট পেয়েছেন। এ আসনে ৪ লাখ ৪৩ হাজার ২৫৬ জন মোট ভোটার সংখ্যা। প্রাপ্ত ফলাফল কেন্দ্রের সংখ্যা ছিল ১৭২ টি। এতে ভোট প্রদান করেছে ১ লক্ষ ২ হাজার ২৭ ভোটার।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ নৌকা প্রতীকে ৯১ হাজার ৬০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।
Leave a Reply