আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি’র) বিনম্র শ্রদ্ধা নিবেদন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি’র) নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের উদ্যোগ একটি র্যালি বের করা হয়। পরে সড়ক জনপথ বিভাগের কার্যালয় চত্বরে শহীদি স্থানে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান রনি-৩, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আরাফাতুল ইসলাম, নাচোল উপ-সহকারী প্রকৌশলী মেরাজুল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হিসাব রক্ষক রাকিব উদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply