চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪১ টি ককটেল উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করা হয়েছে।
র্যাব সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুনীম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসি জানায় চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিস, ডিসি বাস ভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস রাউন্ডে, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর টেনিস গ্রাউন্ড সহ জেলার বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরী করে আসছিলেন। উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের মধ্যে লাল রঙের ০৭টি বালতিতে ৪১ টি ককটেল উদ্ধার করে। পরে সাধারণ জনগনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার পর। র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে তা নিষ্ক্রিয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুনীম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসি এর দিক নির্দেশনায় কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম, কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।
Leave a Reply