বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত শিবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সদর-৩ আসনের এমপি আব্দুল ওদুদ বিশ্বাসকে গণসংবর্ধনা জানিয়েছেন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগ।
বুধবার ২৪ জানুয়ারি বিকেলে রানীহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গনসংবর্ধনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা বিনিময় করে। অনুষ্ঠানে নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেকের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলার নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মির্জা শাহাদাৎ হোসেন খুররম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ সিকদারসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply