চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম সেবা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এদের মধ্যে নির্বাচিত হন জেলার শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন, শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই সাইফুল ইসলাম, শিবগঞ্জ থানার ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ এসআই এসলাম আলী, সদর মডেল থানার শ্রেষ্ঠ এএসআই জাকারিয়া হোসেন, শ্রেষ্ঠ সার্জেন্ট অভিজিৎ দত্ত এবং বিশেষ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেহেদী হাসান, রিজার্ভ অফিস নারী বিথী রানী মন্ডল সহ কে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করে। এছাড়াও মাননীয় আইজিপি কর্তৃক প্রদত্ত উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি অর্থ পুরস্কার জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পক্ষে এসআই মাহাফুজুর রহমানের নিকট প্রদান করা হয়।
সূত্রে জানা গেছে, পুলিশ সুপার জানায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply