“জনতাই পুলিশ, পুলিশই জনতা, এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ওপেন হাউজ- ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে চককীর্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা)। এসময় তিনি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম, চককীর্ত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন চককীর্ত্তি ইউনিয়ন এলাকার ছাত্র- শিক্ষক,কৃষক, দিনমজুর, ব্যবসায়ী, সমাজসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply