সহশিক্ষা কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজে তিনদিন ব্যাপি রেডক্রস ও রেড ক্রিসেন্ট মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইমানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও অত্র ইউনিটের প্রশিক্ষকগন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply