অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষকে অবশেষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষকে নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আগামী ১২ মার্চের মধ্যে হস্তান্তর করতে হবে।
অন্যথায় ১৩ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এ আদেশ জারি করা হলো। এর আগে সম্প্রতি জাতীয় পত্রিকায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।
আব্দুল কাদির
শিবগঞ্জ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল ০১৭১১৯৩৯৮৫০
Leave a Reply