আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধিঃ
“আমার ইউনিয়ন আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” এই স্লোগানকে সামনে রেখে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দাইপুকুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্তকরন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, ইউনিসেফ এর স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের সহোযোগিতায় দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) আব্দুল কাদির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য আব্দুল আজিজ, আকতারুল ইসলাম, পারুল হোসেন, নাসিমা বেগম মেম্বারসহ, কাজি, ইমাম, শিক্ষক, যুব ফোরামের সদস্য, গ্রাম পুলিশ। পরে চেয়ারম্যান আলমগীর হোসেন নিজেই দাইপুকুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করণের ঘোষণা পত্রটি পাঠ করেন। পরে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে উপজেলা প্রশাসনের নির্দেশে এ প্রচারাভিযান বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ৩০ জুলায়-২০২৫ খ্রি: তারিখ বুধবার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, ইউনিসেফ এর (এসএসবিসি) প্রকল্পের সহযোগিতায় চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রবিউল ইসলাম, নিজ ইউনিয়ন শ্যামপুরকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply