চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে নার্সিং ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা আউটডোর চিকিৎসা সেবা ও ডায়াবেটিকস চিকিৎসা সেবার মান উন্নত করার বিষয়ে সিধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ডায়াবেটিকস সমিতির নতুন ভবনের হলরুমে নব- গঠিত কমিটির আলোচনা সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির পরিচালক ডা. দুরুল হোদা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সোলায়মান বিশু, মনোয়ারুল ইসলাম ডালিম, সামিউল হক লিটন, মেসবাহুল জাকের, খাইরুল ইসলাম সহ অন্যান্য সদস্য বৃন্দ। সার্বিক উপস্থাপনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
Leave a Reply