চাঁপাইনবাবগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতাকে বাড়িতে দেখতে গেলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, কৃষক লীগ নেতা আব্দুল হাকিম। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাঝপাড়া-রামকৃষ্টপুর এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতার বাড়িতে নিজে তাদের দেখতে যান তিনি।
জানা গেছে, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাঝপাড়া মমতাজ হোসেনের ছেলে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীন নেতা মাসুদ হোসেন মনি মাস্টার (৮২) কে দেখতে যান। পরে একই ওয়ার্ডের রামকৃষ্টপুরের মহল্লার বাসিন্দা জমশেদ আলী ছেলে বীরউত্তম আওয়ামী লীগের সাবেক নেতা লাল মোহাম্মদ লালু (৮০) কে দেখতে যান আব্দুল হাকিম। এ সময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত আল নূর, চাঁপাইনবাবগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুসা, রানা সহ অন্যান্যরা।
আব্দুল হাকিম আওয়ামী লীগের দুই প্রবীণ নেতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং দ্রুত তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply