1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে বেলেপুকুরে উঠান বৈঠক অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শিবগঞ্জে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগী চাঁপাইনবাবগঞ্জে ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হামলার শিকার সময় টিভির প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সিটিজেএ নবনির্বাচিত সভাপতি রফিক সাধারণ সম্পাদক জুয়েল শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের পরিকল্পনা কর্মশালা সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকপাড়া সীমান্তে অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।
সংবাদ সম্মেলন অধিনায়ক বলেছেন, বিজিবি’র মহাপরিচালকের নির্দেশনার আলোকে ৫৯ বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ন এলাকায় কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এ প্রেক্ষিতে অস্ত্রের একটি বড় চালান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারে। সেই লক্ষ্যে গত এক মাস যাবত অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়। (৫৯ বিজিবি)’র দিকনির্দেশনায় গত ২৭ নভেম্বর রাত ৯ টায় চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিলো বলে জানান তিনি।
উক্ত উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারন ডায়েরী করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) উল্লেখ্য করে জানান, গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩০টি দেশী-বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews