স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বরের) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের আয়োজনে এবং জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিমের নেতৃত্বে বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশাল মিছিল ও সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিল সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত আল নূর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রহুল আমিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আলোচনা সভায় নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস কে ভোটের মাধ্যমে প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এ জন্য প্রত্যেক ভোটারের কাছে ভোট প্রার্থনা করতে হবে বলে এসব কথা বলেন।
এর আগে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় সামনে থেকে একটি মিছিল জেলা শহরের শান্তির মোড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষ হয় মাঝপাড়ায় অবস্থিত শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার জেলা কার্যালয়ে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply