চাঁপাইনবাবগঞ্জে সদ্য পদোন্নতি প্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম সেবা।
সোমবার (পহেলা জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত এসএম আহসান হাবীব ও আবু তালেব এবং এসআই (সশস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন নজরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার ও (ক্রাইম এন্ড অপস) নূরুজ্জামান, সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply