চাঁপাইনবাবগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীর প্রবেশপত্র হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারক কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে গত রবিবার দুপুরে জেলা শহরের ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই প্রতারক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা এলাকার চৌধুরীপাড়া মহল্লার মেজবাহুল হক মেসবাহ (৩০), অপরজন তারাপুর মিস্ত্রীপাড়ার হাসান আসকরি সেলিম রেজা (৩৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় দুইটি মোবাইল জব্দ করা হয়।
পুলিশের সূত্র জানায় গত ১৬ ফেব্রুয়ারি থেকে চাঁপাই নবাবগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি রবিবার ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চালাকালীন দুইজন ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তাদের আটক করে মোবাইল ফোন চেক করা হলে বিভিন্ন প্রার্থীদের চাকুরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখানোর প্রমান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদেও তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply