চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। সার্বিক উপস্থাপনা করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা চৌধুরী, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল, তারিকুজ্জামান সুমন, আব্দুস সালাম, কবির খান, সংরক্ষিত নারী সদস্য তাসলিমা খাতুন ও সাবিহা শবনম কেয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ, সার্ভেয়ার সফিকুল ইসলাম সহ অন্যরা।
মাসিক উন্নয়ন সভায় ২০২৩/২৪ অর্থ বছরের অনুমোদনকৃত প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply