চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সিমান্তে বিদেশি পিস্তল সহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে আটক-২।
সোমবার (৪ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে একটি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায় জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- সেবা, পিপিএম-সেবা) সার্বিক নির্দেশক্রমে ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলী (পিপিএম- সেবা) নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়ার মিঠুন ওরফে সাগর (২৭), শিবগঞ্জ পুখুরিয়ার সেবাদুল ইসলাম (৫০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply