চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) রাজশাহী বিভাগের পারভেজ রায়হান।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে নির্মিত চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের স্বরুপনগর বীর বিক্রম শহীদ নায়েক মহর আলি উচ্চ বিদ্যালয়ের পাঠাগার অবকাঠামো নির্মাণ প্রকল্প পরিদর্শনে আসলে তাঁকে অভ্যর্থনা জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী।
এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ অন্যরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply