চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে পৃথক দুটি স্থানে ফেন্সিডিল উদ্ধার আটক-৩।
ডিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম সেবা, পিপিএম সেবা) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই আসগর আলী (পিপিএম সেবা)’র নেতৃত্বে গত (২১ মার্চ) বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের রেজাউল করিম (২৫) কে ২২ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। অপর অভিযানে ঐ দিন রাতে শিবগঞ্জের ধোবরা কলেজের সামনে কামালপুর গ্রামের ইসমাইল হোসেন (৫৩), ইউসুফ আলী (৩৪) কে ৭৬ বোতল
ফেন্সিডিল সহ আটক করা হয়।
উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় ডিবি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply