চাঁপাইনবাবগঞ্জের নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুুপুর ২টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম ১১ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।
নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতাকারী প্রার্থী আব্দুল কাদের প্রতীক পেয়েছেন ঘোড়া ও আবু রেজা মোস্তফা কামাল পেয়েছেন আনারস।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আশরাফুল হক পেয়েছেন টিউবওয়েল, মশিউর রহমান পেয়েছেন তালা ও মোঃ কামাল উদ্দীন পেয়েছেন চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল নাইম মুন্নি পেয়েছেন হাঁস ও শামীমা ইয়াসমিন প্রতীক পেয়েছেন বৈদ্যুতিক পাখা।
গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী হুমায়ন রেজা পেয়েছেন ঘোড়া, মাহফুজা খাতুন প্রতীক পেয়েছেন মোটরসাইকেল, আশরাফ হোসেন আলীম পেয়েছেন আনারস ও মোসাঃ হালিমা খাতুন পেয়েছেন কাপপিরিচ।
ভাইস চেয়ারম্যন পদে মুঃ নজরুল ইসলাম পেয়েছেন চশমা, মুহঃ হাসানুজ্জামান নুহ পেয়েছেন টিউবওয়েল, দেলওয়ার হোসেন পেয়েছেন তালা, মাসুদ পারভেজ পেয়েছেন মাইক, মোকসেদুর রহমান পেয়েছেন টিয়া পাখি প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা পেয়েছেন সেলাইমেশিন, জোহনা খাতুন পেয়েছেন ফুটবল, শামীমা বেগম পেয়েছেন কলস, শিরিন আকতার পেয়েছেন পদ্মফুল, সুলতানা খাতুন পেয়েছেন হাঁস ও শামীমা জাহান পেয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক।
ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন কাপপিরিচ, শরিফুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল, মোহাম্মদ আনারুল ইসলাম পেয়েছেন চিংড়ি, আব্দুল গাফ্ফার মুকুল পেয়েছেন ঘোড়া, বাবর আলী বিশ্বাস পেয়েছেন আনারস প্রতীক।
ভাইস চেয়ারম্যন পদে কায়সার আহমেদ পেয়েছেন তালা, কামাল উদ্দিন পেয়েছেন চশমা ও হোসেন আলী পেয়েছেন টিউবওয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেসমাতুল আরস পেয়েছেন ফুটবল ও শাহজাদী খাতুন পেয়েছেন হাঁস প্রতীক।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। এর যেন কোন ধরনের ব্যতয় না ঘটে।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। প্রতীক বরাদ্দ পাবার পর প্রার্থীরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply