চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজার এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
ডুবে মারা যাওয়া দুই শিশু হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (১০), আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন (৯)। তারা দুজনই স্থানীয় নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে শিশু দুটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দুই শিশুর লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
Leave a Reply