বৃহস্পতিবার (২৩ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অবস্থিত বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি ফ্যাকো মেশিনের মাধ্যমে ছানি অপারেশন ও উন্নতমানের লেন্স প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করেছেন।
উক্ত চক্ষু হাসপাতালে নতুন সংযোজিত ফ্যাকো অপারেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ডাঃ আজিজুর রহমান আলম, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল ঢাকা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান ডা. দুররুল হোদা, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান বরজাহান, নির্বাহী সদস্য আবদুল হান্নান, নির্বাহী সদস্য ফারুক আলী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুরু।
উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি ডা. রাকিবুল ইসলাম, অত্র হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. রুমানা আফরোজ লিয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ। ছিলেন অত্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী সহ অন্যান্যরা।
উপস্থিত ডা. আজিজুর রহমান আলম বলেছেন বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাই নবাবগঞ্জ শাখার চক্ষু হাসপাতালে এখন থেকে ঢাকায় যে ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়, সেটি উত্তরবঙ্গ জেলা চাঁপাইনবাবগঞ্জে ফ্যাকো মেশিনে ভালো সার্জারি হবে বলে জানান তিনি।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাই নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন চক্ষু হাসপাতালে উন্নতমানের প্রযুক্তি-নির্ভর আর-ও চিকিৎসা চলমান থাকবে, যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে সময়োপযোগী উন্নত চিকিৎসা সেবার সুযোগ পান। অন্ধত্বকে দূরীকরণই আমাদের মুল লক্ষ্য বলে জানান তিনি।
Leave a Reply