চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে আনসার বাহিনীর হাতে ১ কেজি গাঁজাসহ বকুল ওরফে লালু (৪১) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
সোমবাব (১২ আগষ্ট) বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি পৌরসভার শাহীবাগ বালিগ্রাম মহল্লার আলাউদ্দিনের ছেলে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপি’র কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় জেলা শহরের ট্রাফিক বক্সের সামনে আনসার সদস্যদের ট্রাফিক ডিউটি চলাকালীন সময়ে একজন মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দিলে সে পালানের চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী চালিয়ে ৯৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিনযাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
উক্ত ঘটনায় আসামির বিরুদ্ধে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় আলামত হস্তান্তর ও মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply