শনিবার (১৭ আগষ্ট) সকালে শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলে ৫০০ মৎস্য জীবী’র ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের গত ৩১ জুলাই সকাল ১১ টায় কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনের পর থেকে বিলের ইজারাদার আলফাজ উদ্দিন ও তার শেয়ারদার গণের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। জানান সংবাদ সম্মেলনের রাতেই আফাজ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের হুকুমে তার লোকজন পথরোধ করে মারধর করেন। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী চিকিৎসা সেবা গ্রহন করেন তিনি।
তিনি বলেন, কাগজ কলমে নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী সাবেক এমপি’র পিতা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট হতে গত বছরের ২০২৩ সালের পহেলা ১ মার্চ হতে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নেন তারা। তাদের ইজারা নেয়া থাকলেও সাবেক এমপি তার লোকজনের মাধ্যমে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন। কিন্তু বর্তমান ইজারাদার আলফাজ উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাবেক এমপি নিজে উপস্থিত থেকে উক্ত বিলের ধারে মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ করেন৷ এছাড়াও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন সাবেক এমপি জারা৷
তিনি বলেছেন বর্তমান ইজারাদারগনসহ প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেও তা তদন্ত হচ্ছে না। বর্তমান ইজারাদার ও মৎস্যজীবীরা প্রাণ নাসের হুমকিসহ নিরাপত্তাহীনতায় রয়েছে।
বিলের ইজারাদার আলফাজ উদ্দিনকে সহ তার মৎস্যজীবীদের হত্যা করার জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কাইয়ুম রাজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুব।
এ বিষয়টি জানতে সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুবের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে শিবগঞ্জ থানার (ওসি) সাজ্জাদ হোসেন মুঠোফোনে জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply