1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণ কর্মশালা শিবগঞ্জে কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ-সমবেশ মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে আন্তজার্তিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আন্তর্জাতিক অভিবাসী দিবস: অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘আশা’র ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মহান বিজয় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পৌর সভাপতি ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে ইইডি’র বিনম্র শ্রদ্ধা নিবেদন  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার২২ নভেম্বর সকাল সাড়ে দশটার সময় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা পাঠাগারে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল রেজার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি বিএম রুবেল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহীম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, কার্যনির্বাহী সদস্য সানোয়ার জাহান সুমন ও ইসমাইল হোসেন। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে গঠনমূলক ১০টি সিদ্ধান্ত গৃহীত হয়। তহবিলের মরহুম সদস্য মুহাম্মদ আলীর সঞ্চয় অর্থ এবং তহবিলের ঘোষণাকৃত অর্থ প্রদানের সিদ্ধান্তের বিষয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।

নাচোল উপজেলার ২’জন ও ভোলাহাট উপজেলার ১’জন নতুন সদস্যকে অত্র তহবিলে সংযুক্ত করার বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং অপর তিনজন সদস্যকে পর্যবেক্ষণে রাখা হবে, এবং তাদের সকলকে অবহিতকরণ চিঠি পাঠানো হবে। তহবিলের ৩’উপজেলার সদস্যদের নিয়ে ১৪ই ডিসেম্বর, শনিবার ভোলাহাট রামেস্বর মাঠে এক প্রীতি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়া হয়। নাচোলের একজন সম্মানিত নির্বাহী সদস্য পদত্যাগ করায় সেই শুন্যপদে নাচোলের সদস্যদের সর্ব সম্মতিক্রমে মনিরুল ইসলামকে নিযুক্ত করা হয়। পরবর্তী মিটিং এর তারিখ ২৮ জানুয়ারি-২০২৫, শনিবার, রহনপুর অফিসে অনুষ্ঠিত হবে। বার্ষিক পুনর্মিলনী অর্থাৎ ফ্যামিলি ডে ২৮শে ডিসেম্বর শনিবার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

গোমস্তাপুর উপজেলায় মেডিকেল চিকিৎসা ক্যাম্প ও নাচোল উপজেলায় চক্ষু শিবির ক্যাম্প আগামী ৩১ডিসেম্বর/২৪ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তৎপরবর্তী মাদকবিরোধী কনসার্ট সন্ধ্যা ৭টায় করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

মোঃ ইব্রাহীম বাবু
নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-
মোবাইল-০১৭১৩-৯৯০৯৬০

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2023 Vorer Chapai

Theme Customized By BreakingNews